কালিগঞ্জ

কালিগঞ্জ থানায় মাসিক মতবিনিময় সভা

By daily satkhira

December 11, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : শান্তি, শৃঙ্খলা ও প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা চত্ত্বরে সাংবাদিকদের সাথে মাসিক এই সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে মতবিনিময়ের শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে সহকারী উপ-পরিদর্শক হাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, শেখ ইকবাল আলম বাবলু, হাফিজুর রহমান, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, শাওন আহমেদ সোহাগ, কাজী আল মামুন প্রমুখ। মতবিনিময় সভায় ওসি তার বক্তব্যে বলেন, আইনের সুশ^াসন ও ন্যায় বিচারের স্বার্থে প্রত্যেক শনি ও মঙ্গলবার স্ব-স্ব বিট পুলিশের অফিসে পুলিশি সেবা প্রদানের জন্য অফিসার বৃন্দদের বলা হয়েছে। পুলিশের সেবা গুলো হলো মাদক মুক্ত, দূনীতি মুক্ত, হয়রানি মুক্ত পুলিশি সেবা, বিট পুলিশিং সেবা, পুলিশের বৃহত্তর কল্যান নিশ্চিত করা, সব ধরণের মানুষকে মূল্যায় ও সম্মান করা। নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে মেনে জনগনের কল্যাণে কাজ করতে হবে। একদিন সবাইকে বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মতবিনিময় সভায় থানার উপ পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শগন ও সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।