আশাশুনি ডেস্ক : ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু নির্মাণে আমরা যেমন সফল হতে পেরেছি তেমনি খেলাধুলায়ও আমরা একদিন সফল হবো প্রতাশা আমাদের। এধরনের টুর্নামেন্ট থেকে একদিন আন্তর্জাতিক মানের ফুটবলার বেরিয়ে আসবে। আমাদের সাতক্ষীরায় সাবিনা, মোস্তাফিজ এবং সৌম্যের মত আরও খেলোয়ার আমরা তৈরি করতে সক্ষম হব। আমরা এতমধ্যেই বেশ কিছু মাঠ খেলার উপযোগী করে গড়ে তুলেছি। এলাকার বাকি মাঠ গুলোর খেলার পরিবেশ তৈরী করার চেষ্টা করছি। খেলার পরিবেশ তৈরীর করতে পারলেই কেবল আমরা খেলায়ার ভালো মানের তৈরীর করতে পারবো । মুজিব শতবর্ষ উপলক্ষে বাঁকড়া উইনাইটেড ক্লাবের আয়োজনে লক্ষ টাকার ৮দলীয় নক আউট বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বাঁকড়া ইউনাইটেড ক্লাবের আয়োজনে শুক্রবার বিকাল তিনটায় খুলনা জেলার কয়রার বাঘালী স্পোর্টিং ক্লাব ও সাতক্ষীরার শালখালী ইয়ং স্টার ক্লাবের মধ্যকার ২য় সেমিফাইনালে বাঘালী স্পোর্টিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথম অধ্যের খেলা গোলশুন্য থেকে দ্বিতীয়ার্ধে বিদেশী খেলোয়ার বিসমারের গোলে বাঘালী স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলা পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর কবির এবং সহকারী ছিলেন নাসির উদ্দিন, ফারুক হোসেন স্বপন ও রানা। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আসাদুল হক। বাঁকড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের ২য় সেমিফাইনালের উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। এসময় বদরতলা কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান শাহিন, চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, দিপংকর সরকার দ্বীপ, আব্দুল বাসেত আল হারুন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা খাতুন মিলি, আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি, উপজেলা সদরের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মোঃ সামছুল আলম, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাহবুবর হক ডাবলু, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম ওমর সাকি পলাশ, শোভনালী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, ইউপি আব্দুল গফফার, বাকড়া ইউনাইটেড ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৭ ডিসেম্বর শ্রীরাম পুর ইয়ং স্টার ক্লাব ও বাঘালী স্পোর্টিং ক্লাবের মধ্যে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।