শ্যামনগর

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে নিষিদ্ধ এলাকায় থেকে চার জেলে আটক

By daily satkhira

December 13, 2020

শ্যামনগর প্রতিনিধি : বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে সংরক্ষিত অভয়ারন্য অঞ্চলে কাঁকড়া ধরার সময় চার জেলেকে আটক করেছে। ১৩ ডিসেম্বর রোববার সকাল ৮ টার দিকে খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) ড. আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেনের নেতৃত্বে বন কর্মীরা সুন্দরবনে ৫৩ নং কম্পার্টমেন্টের আওতায় তালতলি খাল থেকে জেলেদের আটক করেন। আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯ নং সোরা গ্রামে লিয়াকত সরদারের ছেলে জাহাঙ্গীর আলম এবং একই এলাকায় রুহুল আমিন কয়ালের ছেলে আশরাফুল ইসলাম, মৃত বসির গাজীর ছেলে ফজলু গাজী ও করিম গাজীর ছেলে জামাল উদ্দীন। ডিএফও ড. আবু নাসের মোহাম্মাদ মহসিন জানান, সুন্দরবনে নিয়িমিত টহল দেওয়ার সময় অভয়ারন্য অঞ্চলে কাঁকড়া ধরার অপরাধে জেলেদের আটক করে বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসময় আহরিত ৪০ কেজি কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।