জাতীয়

এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ চলছে

By Daily Satkhira

May 14, 2017

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদকালের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার (১৪ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য এফবিসিসিআই’র চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই গ্রুপ থেকে এরই মধ্যে ১২ জন করে ২৪ জন পরিচালক মনোনীত হয়েছেন। তাদের নির্বাচন করতে হচ্ছে না। বাকি ৩৬ পরিচালক পদের মধ্যে চেম্বার গ্রুপের ১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের ১৮ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাই চেম্বার গ্রুপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। ভোটগ্রহণ চলছে কেবল অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদের জন্য। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৮৮৭ জন ভোটার। নির্বাচনে ১৮টি পদের জন্য দু’টি প্যানেলে ভাগ হয়ে লড়াই করছেন ৩৬ জন প্রার্থী লড়ছেন। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৮ জনের মধ্যে ১১ জনই বর্তমান মেয়াদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। আর ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন বাবুল। আগামী ১৬ মে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।