সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আ’লীগের বিজয় সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান

By daily satkhira

December 16, 2020

নিজস্ব প্রতিনিধি :  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহাদৎ হোসেন। জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, এড. অনীত মুখার্জি, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ। বিজয় সমাবেশে বক্তারা বলেন, যে মানুষটি বাংলাদেশ কে স্বাধীন করার জন্য নিজের সবর্শ্ব বিলিয়ে দিয়ে ছিলো। যার ফলশ্রুতিতে আমারই দেশের বিপথগামী সেনাদের হাতে স্বপরিবারে নৃসংস হত্যা হতে হয়েছিল। আজ তাকে বাঙ্গালির জাতির কাছে স্মরণীয় করতে নির্মিত ভাস্কর্যের বিরোধীতাকারীরা সেই দিনও বাংলাদেশের বিরুদ্ধে ছিলো। তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। আজ বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মানে বাধা দিচ্ছে খোজ নিয়ে দেখেন তাদের পূর্ব পূরুষরা রাজাকার ছিলো। যার জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ড পৃথিবীর বুকে স্থান পেত না। কত বড় ঔর্দ্ধত্য সেই সর্বকালের শ্রেষ্ট মানুষের ভাস্কর্য ভাংচুর করে। বঙ্গবন্ধুর বাংলাদেশে তার ভাস্কর্য ভাংচুরকারীদের স্থান হবে না। ১৯৭১ সালে বাঙালি যেমন রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল আজও রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।