প্রেসবিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ সম্প্রচার, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর (বুধবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস ছোবহান, সাবেক শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দীন সরদার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুণ কুমার মণ্ডল, গীতা রাণী সাহা, শামীমা আক্তার, ভানুবতী সরকার, মোঃ হাফিজুল ইসলাম, খালেদা খাতুন, মৃণার কুমার বিশ্বাস, ভৈরব চন্দ্র পাল, মোঃ রবিউল ইসলাম, লুৎফুননাহার, সঞ্জয় দাস, আনন্দ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানে ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক সকলকে ফুলের শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।