কালিগঞ্জ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎযাপন

By daily satkhira

December 16, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : মহামারি করোনা পরিস্থিতিতে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় কালিগঞ্জে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপনে থানা চত্ত্বরে বুধবার প্রত্যুষে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাঠ, বাস ভবন ও অন্যান্য স্থানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ পাঠে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পাতাকা উত্তোলণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের উপস্থানায় পতাকা মঞ্চে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রউফ। এর আগে সকাল ৭টায় সোহরাওয়ার্দী পার্ক বিজয় স্থম্ভে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ‘লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সহ-সভাপতি সাঈদ মেহেদী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিট, প্রেসক্লাব, কৃষকলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগ, সৈনিক লীগ, তাঁতী লীগ, জাতীয় যুব হিন্দু লীগ, উপজেলা বিএনপি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, সুশীলন, বন্ধু কল্যান সমিতি, কালিগঞ্জ সরকারী কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, কাটুনিয়া রাজবাড়ী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় ১ মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের সময় বীর শহীদ আতœদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনলয়ে প্রার্থনা। উপজেলা হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন। রাত ৮টায় ভার্চ্যুয়াল অনলাইনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ভার্চ্যুয়াল প্লাটফার্মে কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পরা সংঙ্গীত পরিবেশন করে।