খেলা

ইসলামিক গেমস শুটিংয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

By Daily Satkhira

May 14, 2017

ইসলামিক সলিডারিটি গেমসের শুটিংয়ে আগের দিন একটি রুপা পদক জিতেছিল বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলে তরুণ শুটার রাব্বি হাসান রৌপ্যপদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন।

বাংলাদেশের ক্রীড়া প্রেমীদের জন্য এবার আরো বড় চমক এসেছে সেই শুটিং থেকেই। আজারবাইজানের বাকুতে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকি আগের দিন ব্যর্থ হয়েছিলেন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ইভেন্টে। সে ইভেন্টে তিনি হয়েছিলেন পঞ্চম। কিন্তু একদিনের ব্যবধানে সেই হতাশা ভুলিয়ে দিয়েছেন দারুণ এই সাফল্য পেয়ে।

গতকাল শনিবার রাব্বি রুপা জিতেছিলেন ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন তুরস্কের ওমর আকগুন। তিনি স্কোর করেন ২৪৯.৮।

শুটিং ছাড়াও চলমান এই গেমসে বাংলাদেশ জিমন্যাস্টিকস, কারাতে, ভারোত্তোলন ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এবারের গেমসে ৫৪টি মুসলিম দেশের তিন হাজার ক্রীড়াবিদ অংশ নেয়। ২২ মে শেষ হবে এই গেমস।