ফিচার

গোপন সমাধিতে সারি সারি মমি, বয়স আড়াই হাজার

By Daily Satkhira

May 14, 2017

মমির দেশ হিসেবে পরিচিত মিসরে সন্ধান মিলল আরো ১৭টি মমির। দুই হাজার ৩০০ বছরের পুরোনো একটি সমাধিক্ষেত্র থেকে মমিগুলো উদ্ধার করা হয়। সেগুলো প্রাচীন মিসরের উচ্চপদস্থ কর্মকর্তা ও ধর্মযাজকদের বলে ধারণা করা হচ্ছে।

মিসরের রাজধানী কায়রো থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত মিনইয়া শহরে গোপন সমাধিক্ষেত্রটি পাওয়া যায়। মাটির আট মিটার গভীরে ওই মমিগুলো রাখা ছিল। গত বছরে কায়রো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল সমাধিক্ষেত্রটি খুঁজে পান।

মুহাম্মদ হামজা নামের কায়রো ইউনিভার্সিটির এক অধ্যাপক জানিয়েছেন, মমিগুলো কত বছরের পুরোনো, তা নিশ্চিত করা যায়নি। তবে সেগুলো মিসরের গ্রিস-রোমান সময়কালের বলে ধারণা করা হচ্ছে।

সালাহ আল-খোলি নামের কায়রো ইউনিভার্সিটির আরেকজন অধ্যাপক বলেছেন, ‘সমাধিক্ষেত্রটির ভেতরে ৩২টির মতো মমি রয়েছে বলে ধারণা করছি। এগুলোর মধ্যে নারী, শিশু ও নবজাতকের মমি রয়েছে।’

উদ্ধারকাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মিসরের পুরাতত্ত্ব মন্ত্রী খালেদ আল-এনানি। তিনি জানান, এই আবিষ্কারের ফলে মিসর আবার ভ্রমণকারীদের আকর্ষণের তালিকায় উঠে আসবে।