সাতক্ষীরা

জাতীয় শ্রমিকলীগ লাবসা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

By daily satkhira

December 18, 2020

জাতীয় শ্রমিকলীগ লাবসা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার বিকালে কমিটি গঠন উপলক্ষ্যে লাবসা ইউনিয়নের মিলগেটস্থ অটোরিক্সা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো: আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জাহিদ হোসেন খানের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রহমত আলী, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন খোকন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক গাউস আলী, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মুকুল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা, সাধারণ সম্পাদক ভবরঞ্জন, শেখ শওকত আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো: জালাল উদ্দীন সরদার কে সভাপতি, মো: ইব্রাহিম হোসেন কে সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট লাবসা ইউনিয়ন শ্রমিকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি