জি.এম আবুল হোসাইন : বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইসএজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সবুজ।সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম। কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরেন, এনআইএলজি’র লোকাল গর্ভানেন্স কনসালটেন্ট একেএম মিজানুর রহমান। দেবহাটা উপজেলার ১০৫টি ইউনিয়ন পরিষদের প্রতিটি ইউনিয়ন থেকে (চেয়ারম্যান, সচিব,সদস্য একজন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য একজন) ০৪ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে ০৫টি ভাল শিখন অর্থাৎ ২৫টি ভাল শিখন তুলে ধরেন। এর মধ্য থেকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে ০৫টি ভাল শিখন হিসেবে সর্বাধিক ভোটের মাধ্যমে চিহ্নিত হয়। ভাল শিখন গুলো হলো ১. রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। ২. ইউনিয়ন পর্যায়ে অভিযোগ বক্স স্থাপন করে সাড়া প্রদান প্রক্রিয়া। ৩. ইউনিয়ন পরিষদ চত্তরে শিশুপাক স্থাপন । ৪. নিম্ন আয়ের মানুষের জন্য লোকাল এ্যাম্বুলেন্স সেবা প্রদান। ৫. কিশোরীদের জন্য স্কুল পযায়ে স্যানিটেশন কনার স্থাপন ও ন্যাপকিন বিতরন।। কর্মশালায় প্রধান অতিথি বলেন ইউনিয়ন থেকে যে ৫টি ভাল চর্চা আজ নির্বাচিত হলো আশাকরি উপজেলার অন্যসকল ইউনিয়ন চর্চা শুরু করবে। পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে দেবহাটা উপজেলার ভাল শিখনগুলো বাংলাদেশের সকল উপজেলাতে ছড়িয়ে পড়বে। সভায় সভাপতি বলেন পারস্পরিক শিখন প্রক্রিয়া আমাদের সুযোগ করে দিল আমাদের ভাল শিখনগুলো বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে ছড়িতে দিতে তেমনিভাবে সকল ইউনিয়নের ভাল শিখন গুলো আমাদের জানার। আগামী জানুয়ারির ১৫ তারিখের পরে ইউনিয়ন থেকে ইউনিয়ন ভিজিট করে এই ভাল শিখনগুলো সরজমিনে পরিদর্শন করবো। আশাকরি আমরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে একে অপরের নিকট থেকে শিখে স্ব স্ব ইউনিয়নে বাস্তবায়ন করবো। অংশগ্রহণকারী ইউনিয়ন গুলো পরে নির্বাচিত ভাল শিখন ০৫টি ইউনিয়ন পরিষদের স্ব উদ্যোগে পরিদর্শনের পরিকল্পনা করে।সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্সের অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম। এসময় ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের মো: মনিরুজ্জামান টিটু, সুব্রত সানা, সোহেল মাহমুদ ও শিমুল হোসেন উপস্থিত ছিলেন।