অর্থনীতি

৮ হাজার কোটি টাকার ইসলামি বন্ড ছাড়ছে সরকার

By Daily Satkhira

December 23, 2020

অনলাইন ডেস্ক : দেশে শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার ইসলামি বন্ড বাজারে আসছে। প্রথমবারের মতো সরকার সুকুক বন্ড নামের এই বন্ড ছাড়তে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই এই বন্ড বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সচিবালয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। প্রসঙ্গত, এই বন্ড ছাড়তে সরকার অক্টোবরে একটি নীতিমালা করেছে। তার আওতায় বন্ড ইস্যুর চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক সুকুক বন্ড ইস্যু করবে। আরবি শব্দ সুকুক-এর অর্থ হচ্ছে সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল। এখন থেকে সুকুক হবে সরকারের অর্থ সংগ্রহের নতুন একটি উৎস, যে অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হবে। প্রচলিত বন্ডে সুদ, ফাটকা ইত্যাদি থাকায় তা শরিয়াহ সম্মত নয়। আর সুকুক হচ্ছে এমন একটি বিনিয়োগ সনদ, যাতে সম্পদের ওপর মালিকানা দেওয়ার নিশ্চয়তা থাকবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে মুদারাবা (মুনাফায় অংশীদারি), মুশারাকা (লাভ-লোকসান ভাগাভাগি), মুরাবাহা (লাভে বিক্রি), ইশতিসনা (পণ্য তৈরি), করজ হাসান (উত্তম ধার), সালাম (অগ্রিম ক্রয়) ও ইজারা (ভাড়া) সুকুক প্রচলিত আছে। সুকুক ছাড়ার দিক থেকে বর্তমানে মালয়েশিয়া বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এ ছাড়া বাহরাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রেও সুকুক প্রচলিত। মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশেও এখন সুকুক চালু রয়েছে।