প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় এই প্রথম শিশুদের পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টারপাড়া জামে মসজিদের এলাকার শিশুদের নিয়ে পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামে মসজিদের সভাপতি(চলতি দায়িত্ব) এস এম শওকত হোসেন। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এ্যাড মো: আব্দুল বারী, বিশিস্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ, শিক্ষক নওশাদ আলম লিপন, শিক্ষক শেখ হাফিজুর রহমান, বিশিস্ট ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু প্রমুখ। প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ এস এম মাকছুদ খান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাও: আব্দুর রাজ্জাক, মাস্টারপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুর রাজ্জাক, হাফেজ মাও: খালিদ ইমাম ও হাফেজ ক্বারী ফিরোজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেজওয়ানুল আলম রিজভী। প্রতিযোগিতার শুরুতে বক্তারা বলেন, শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুসলিম শিশুরা যাতে ছোট থেকেই পবিত্র কুরআনের শিক্ষা নিয়ে বেড়ে উঠে এটাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।