জাতীয়

হেফাজতের বিরুদ্ধে সরকার মামলা করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

By Daily Satkhira

December 24, 2020

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুদ্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন। তাই যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে। এখানে সরকারের কিছু করার নেই।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের হাসপাতাল সড়কস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে এই অনুষ্ঠান থেকে ভার্চুয়াল মাধ্যমে আরো ৫টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এসব জেলা হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিচার বিভাগ স্বাধীন। তারা নিজেদের মতো করে কাজ করছে। যে কেউ নাগরিক অধিকার ক্ষুণ্ন হলে মামলা দায়ের করতে পারেন। হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর ঘটনায় তার স্বজনরা সংক্ষুব্ধ হয়েছেন। তারা এ মৃত্যুকে স্বাভাবিক মনে না করায় একটি পক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। এখানে সরকারের কোনও হাত নেই। তাই ওই মামলা প্রত্যাহার হবে কি না সে বিষয়ে মামলার সংশ্লিষ্টরা জানেন।