কালিগঞ্জ

কালিগঞ্জের রতনপুর ও ধলবাড়িয়ায় জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

By daily satkhira

December 24, 2020

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে পিস কনসোটিয়াম প্রকল্পের আওতায় রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে পিস ক্লাবের সদস্যদের নিয়ে উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ততা নিশ্চিত করণে ৩ দিনব্যাপি জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। গত ২১ থেকে ২৪ ডিসেম্বর রতনপুর ইউনিয়ন পরিষদ ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রতনপুর ইউনিয়ন পরিষদে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন এবং বাহাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হামিদ। এসময় আরো বক্তব্য রাখেন রুপান্তরের উপজেলা কো-অডিনেটর মিনহজুল হক, প্রশিক্ষক মিতা পারভীন, উৎপল অধিকারী, আকবর হোসেন টিপু, সুমাইয়া ও রুমা প্রমুখ। প্রশিক্ষনে ২ ইউনিয়নের পিস ক্লাবের মোট ৪২ জন সদস্য অংশগ্রহন করেন।