ফিচার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত

By Daily Satkhira

December 25, 2020

আসাদুজ্জামান : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় জেঁকে বসেছে শীত। এর ফলে প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। বিশেষ করে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে সাতক্ষীরা সদর ও শিশু হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা প্রায় ৬০-৭০ ভাগ। এদিকে শীত ও মৃদু বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার ছিন্নমুল মানুষগুলো। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, তাপমাত্রা নেমে যাওয়ায় জেলায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। তার সঙ্গে বেড়েছে করোনা রুগীর সংখ্যাও। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ সকাল ৬টায় সাতক্ষীরায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।