অনলাইন ডেস্ক : বড়দিনের আগে উত্তরপূর্ব নাইজেরিয়ায় বড়সড় হামলা চালাল বোকো হারাম জঙ্গিরা। অনুষ্ঠান চলাকালীন একটি গীর্জায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করল জঙ্গিরা। পাশাপাশি অপহরণ করা হল গীর্জার যাজককে-সহ ৭ জনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির বোরনো প্রদেশের পেমি গ্রামে ট্রাক ও বাইকে করে জঙ্গিরা এ হামলা চালায়। খবর সিএনএন এর।
হামলার শুরুতে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক বাড়িতে। এরপর ওই গির্জায় ঢুকে চালান হয় হত্যালীলা। অরপহরণ করা হয় যাজকসহ ৭ জনকে। সেকথা সংবাদমাধ্যমে ফলাও করে বলেছে জঙ্গি নেতা আবওয়াকু কাবু। কাবু জানিয়েছে, ‘মোট ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে ৭ জনকে। উৎসবের জন্য গীর্জায় যে খাবার মজুত করা হয়েছিল তা লুট করা হয়েছে। পরে গীর্জার পাশের ঝোপ থেকে আরও ৪ জনের দেহ উদ্ধার হয়েছে।’
বোরনো প্রদেশের পাশেই রয়েছে সাম্বিসা অরণ্য। সেখানে থেকে এসেছিল জঙ্গিরা। এমনটাই জানিয়েছে নাইজেরিয়ার পুলিণ। গীর্জায় হামলার আগে তার এলাকার একটি হাসপাতালেও হামলা চালায়। সেখান থেকে লুট করে নিয়ে যায় ওষুধ ও অন্যান্য সরঞ্জাম।