মথুরেশপুর প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমান গনি স্যার আর নেই। গত শুক্রবার যশোরের একটি বে-সরকারি ক্লিনিকে স্টোকজনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…..রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫) বছর। তিনি ৬ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে আসাদুজ্জামান কাজল জানান, তার পিতা ও মাতা গত সপ্তাহে উপজেলার ছনকা গ্রাম থেকে যশোরে ছেলে কাজলের বাসায় বেড়াতে যান। পিতা অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টায় দিকে পিতা মারা যায়। যশোর থেকে শুক্রবার রাতে রওনা দিয়ে রাত ১১ টার দিকে তার পিতার লাশ নিয়ে গ্রামের বাড়ি উপজেলার ছনকা গ্রামে আসেন। শনিবার বাদ যোহর ছনকা ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজার নামাজে বীর মুক্তিযোদ্ধা, স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রবীণ শিক্ষক ওসমান গণির মৃত্যুতে পরিবার ও গ্রামবাসিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।