কালিগঞ্জ প্রতিনিধি : এসডি পরিবহনে ঢাকায় পাচারকালে ভারতীয় ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক মাকদ কারবারীকে আটক করছে কালিগঞ্জ থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা মোড় নামকস্থানে থেকে তাকে আটক করা হয়। ফেন্সিডিলসহ আটকৃত যুবকের নাম নিজামউদ্দিন ওরফে রাসেল (২৪)। সে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। সহকারী উপ-পরিদর্শক তারেক জানান, ফেন্সিডিলের একটি বড় চালান শ্যামনগর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে মর্মে তিনি খবর পান। এর ভিত্তিতে উপ-পরিদর্শক জিয়ারত আলিকে সাথে নিয়ে সকালে কালিগঞ্জ-সাতক্ষীরা মহসড়কের হিজলা মোড় এলাকায় ঢাকাগামি এসডি (সুপার ডিলাক্স ঢাকা মেট্রো-ব-১৫-৬৪০৮) পরিবহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় পরিবহনের যাত্রী নিজামউদ্দিন ওরফে রাসেলকে জিজ্ঞাসাবদের এক পর্যায়ে বাংকারে বিশেষ কায়দায় রক্ষিত একটি ব্যাগ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে সহ পরিবহনটি থানা আনা হয়। আটককৃত নিজামুউদ্দিন জানায়, শ্যামনগরের ভেড়ার মোড় এলাকার জনৈক হাফিজ রাতের বেলায় তাকে ফোন দিয়ে ফেন্সিডিল নিয়ে যাওয়া কথা জানায়। তার কথা মত ফেন্সিডিল ঢাকায় পৌঁছে দিলে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এর আগে সে কয়েকবার হাফিজের কথা মত ফেন্সিডিলের কয়েকটি চালান ঢাকায় নিয়ে গেছে। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এএসআই তারেক বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২৪, তারিখ ২৭/১২/২০২০। নিজামউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।