দেবহাটা ব্যুরো: দেবহাটার পল্লীতে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহতের পক্ষে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন উপজেলার বশিরাবাদ গ্রামের আমির আলী গাজীর ছেলে আবু রায়হান (২২)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। অভিযোগ মতে জানা গেছে, বিবাদী ১) আল আমিন (রঞ্জু) (২৪), পিতা- গোলাম রব্বানী ২) আবুল গাজী (৪৮), পিতা- মৃত কেয়ামদ্দিন গাজী ৩) সাগর (২১), পিতা- তুহিন গাজী ৪) আমিরুল ইসলাম (৫০), পিতা- মৃত বুধো খলিফা ৫) মারুফ হোসেন (২১), পিতা- আমিরুল ইসলাম ৬) মনোয়ারা খাতুন (৪২), স্বামী- আবুল গাজী ৭) জেসমিন খাতুন (২২), স্বামী- আল আমিন রঞ্জু, সর্বসাং- বশিরাবাদ, দেবহাটা, সাতক্ষীরাগনের গরু কর্তৃক ঘেরের বিভিন্ন প্রকারের ফসল ক্ষতি করার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ২৫ ডিসম্বের ২০২০ ইং তারিখ সন্ধ্যা ৬ টার দিকে বিবাদীরা চ্যাঙমারী ¯ সুইচ গেটের জনৈক আবুল কালামের মুদি দোকানের সামনে বাদীর পথরোধ করে মারপিট করে। মারপিটের কারনে বাদীর আহত হওয়ার খবর পেয়ে তার পিতা আমির আলী (৪৮), মা কোহিনুর বেগম (৪৪) ও বড় ভাই মামুন (২৫) ঘটনাস্থলে আসলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বিবাদীরা বাদীর চালিত ট্রলিটি ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আবু রায়হান বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। দেবহাটা থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।