নিজস্ব প্রতিনিধি : যদি সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন চান, নৌকা প্রতীকে ভোট দেন। সাতক্ষীরা পৌরসভারকে গর্বিত পৌরসভায় পরিণত করতে হলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ডের কামালনগর দক্ষিণপাড়ায় উঠান বৈঠকে এ কথা বলেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবের রূপ নিয়েছে। গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা উপভোগ করছে। চিকিৎসা সেবা এখন মানুষের ঘরে পৌছে যাচ্ছে। এই উন্নয়নের জোয়ার সাতক্ষীরা পৌরসভা বঞ্চিত। বছরের প্রায় ৬মাস সাতক্ষীরা পৌর এলাকার বহু মানুষকে পানিতে নিমজ্জিত থাকতে হয়। তীব্র যানজট। নেই সুপরিকল্পিত কোন উদ্যোগ। নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হলে পৌরসভা একটি তিলোত্তমা ও আধুনিক পৌরসভায় পরিণত হবে। সেকারনে আসন্ন নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করে পৌরসভার উন্নয়নের অবদান রাখার আহ্বান জানান তিনি। উঠান বৈঠকে পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আওয়ামীলীগ নেতা মো: কামরুল সভাপতিত্বে উঠান বৈঠক প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।