সাতক্ষীরা

সাতক্ষীরায় পৌরসভায় ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ সভা

By daily satkhira

December 29, 2020

সাতক্ষীরা পৌরসভায় ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরূপন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীন এর সঞ্চালনায় সাতক্ষীরা পৌরসভার হলরুমে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভী এর সহায়তায়, উত্তরণ এর আয়োজনে ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ সাব প্রোগ্রাম ইমপ্লিমেন্টশন ফেজ-২ প্রকল্পের আওতায় সাতক্ষীরা পৌরসভার দায়িত্বশীল প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পুরুষ কাউন্সিলরগণ, নারী কাউন্সিলরগণ, সহকারী প্রকৌশলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা, সচিব, ওয়াশ বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়ী, ইমাম, পুরোহিত, সাংবাদিক, প্রাকটিক্যাল একশন প্রতিনিধি, এইচপি প্রতিনিধিসহ অন্যান্যরা। সভায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ওয়াশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চাহিদা নিরুপণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দেখা যায়, পৌরসভার চাহিদা অনুসারে নিরাপদ খাবার পানির ব্যবস্থা নেই। অনেকের বাড়ীর সেপটি ট্যাংকের লাইন পৌরসভার ড্রেন এবং আ-ার গ্রাউ-ের সাথে যুক্ত রয়েছে। এলাকাবাসী পয়:বর্জ্য ও গৃহস্থলীর বর্জ্য ব্যবস্থাপনায় যথেষ্ট সচেতন নয়। এছাড়াও যত্রতত্র পয়:বর্জ্য ও গৃহস্থলীর বর্জ্য ফেলার কারণে পরিবেশ নোংরা হয়, ড্রেন বন্ধ হয়ে যায়, এলাকা জলাবদ্ধ হয়ে যায় এবং প্রায় প্রতিবছর পৌরসভার ১, ২, ৩, ৪ ও ৯ নং ওয়ার্ড জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মানবেতন জীবন যাবন করতে বাধ্য হয়। সভাপতি তাসকিন আহম্মেদ চিশতী তার বক্তব্যে বলেন আলোচনায় যে সকল বিষয় উঠে এসেছে তা খুবই যুক্তিযুক্ত এবং সময় উপযোগি চাহিদা। এই চাহিদা পুরন করা সম্ভব হলে সাতক্ষীরা পৌরসভার মানুষ গুনগত মান সম্পন্ন ওয়াশ সেবা পাবে এবং এসডিজি গোল-০৬ অর্জনে সহায়ক হবে। তিনি উল্লেখিত চাহিদা পূরনে সার্বিক সহযোগিতা করবেন বলেও উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। প্রেস বিজ্ঞপ্তি