শ্যামনগর

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

By Daily Satkhira

May 15, 2017

আসাদুজ্জামান ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়া গভীর অভয়ারন্য এলাকা থেকে ৫ জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা। সোমবার সকালে ৫ লাখ টাকা মুক্তিপন দাবিতে তাদের অপহরন করা হয়। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মজিদ আলীর ছেলে করিম, টেংরাখালী গ্রামের হোসেন গাজীর ছেলে বাসার গাজী, পার্শ্বেখালি গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলী, একই গ্রামের আজগার সরদারের ছেলে সাঈদ সরদার ও আনিসুর শেখের ছেলে হোসেন শেখ। অপহৃত জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালি গ্রামের ফিরে আসা জেলে হযরত শেখের ছেলে শাহাজান শেখ জানান, গত ১৩ মে কৈখালি বন অফিস হতে ৪৬ নং বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনের মান্দার বাড়িয়া এলাকায় মাছ ধরতে যান। সোমবার ভোরে বনদস্যু বড়ভাই বাহিনী অতর্কিত হামলা চালিয়ে উক্ত পাঁচ জেলেকে পাঁচ লাখ টাকা মুক্তিপনের দাবীতে অপহরন করে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহরিত মাছ ও জাল সহ আনুসাঙ্গিক জিনিসপত্র লুট করে নিয়ে যায় বনদস্যুরা। সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদ আলম জানান, জেলে অপহরনের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।