সাতক্ষীরা

সাতক্ষীরায় ইয়ুথ চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ

By daily satkhira

December 30, 2020

প্রেস বিজ্ঞপ্তি : ডিজিটাল পোষ্টার ও ভিডিও তৈরি প্রতিযোগিতায় ইয়ুথ চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিডো সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশ এর “ইয়ুথ-লিড ডিজিটাল এনগেজমেন্ট” প্রকল্পের সহযোগিতায় বুধবার সাতক্ষীরা পৌরসভাস্ত মিশন হলরুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডো নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাসের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা (অব:) মি: হেনরী সরদার ও ডাঃ প্রকাশ সরকার। সিডো সংস্থা সাতক্ষীরার সদর উপজেলায় জলবায়ু নায্যতা, যুব নেতৃত, জেন্ডার সংবেদশীল জনসেবা, যুবদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকল্প জীবন- জীবিকায়ন নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই বিষয় নিয়ে যুবরা ডিজিটাল পোষ্টার ও ভিডিও নির্মান করে, এর মধ্য থেকে সেরা ডিজিটাল পোষ্টার নির্মাতা ৫জন ও ভিডিও নির্মাতা ৪জনকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডো’র প্রোজেক্ট অফিসার প্রতাপ কুমার মন্ডল। উল্লেখ্য: এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার ০৫টি করে ইউনিয়নে জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯এর প্রভাবে জন জীবনের উপর সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরুপণে ডিজিটাল মুডে জরিপ কার্য সম্পাদন করা হয়েছে।