কালিগঞ্জ

কালিগঞ্জে মুজিব জম্ম শতবার্ষিকী ও গণতন্ত্র বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা

By daily satkhira

December 31, 2020

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম শত বার্ষিকী ও গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাঁকশিয়ালী সেতু সংলগ্ম বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি ইতিহাস। যার জম্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসিকতায় পদ্মাসেতুসহ দেশে অভূতপূর্ব উন্নয়নে বায়লাদেশ আজ বিশে^র কাছে রোল মডেল। দেশ যখন এগিয়ে যাচ্ছে সেই সময় স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে। আ‘লীগের নেতৃত্বে মুজিব শতবর্ষসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী পালনে সকলকে ঐক্যবন্ধ ভাবে এগিয়ে আসতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ¦লের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক হারুনার রশিদ, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডঃ সাঈদুজ্জামান জিকু, ফারুক হোসেন, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফতেমা ইসলাম রিক্তা, স্বেচ্ছাসেবক নেতা মহব্বত আলী প্রমুখ। সভায় উপজেলা আ‘লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।