প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামে সাতক্ষীরা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক ও শিক্ষা উপকরন বিতরন করা হ’য়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ সহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার, সদর, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ সুভাস চন্দ্র সরকার, সভাপতি, সবুজ ফাউন্ডেশন, এ্যাড. ফাইমুল হক কিসলু, সভাপতি, সুন্দরবন ফাউন্ডেশন, সাংবাদিক রবিউল ইসলাম, সভাপতি, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘ, সুভাষ হালদার, সাধারন সম্পাদক, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘ, মোঃ মনিরুজ্জামান টিটু, নির্বাহী পরিচালক, সবুজ ফাউন্ডেশন, শেখ আফজাল হোসেন, নির্বাহী পরিচালক, সুন্দরবন ফাউন্ডেশন। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ফারুকুজ্জামান ডেভিড, সালেহিন ইভোন, সুভাষিশ সরকার রাহুল, তানজিন কালাম তমাল, অভিভাবক শেখ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল এর প্রধান শিক্ষক মোছাঃ আয়েশা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন, সহঃ শিক্ষক সোহেলী আক্তার, লিপিকা সরকার, সালমা খাতুন ও নাসরিন সুলতানা। বক্তরা সাতক্ষীরা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সকল কাজে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের মাঝে ১ সেট বই, স্কুল ব্যাগ, সোয়েটার, খাতা, কলম, পেন্সিল, রাবার ও কাটার প্রদান করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সোয়েটার প্রদান করা হয়।