সাতক্ষীরা

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন টিভি নাট্য পরিচালক মুছা করিম

By daily satkhira

January 02, 2021

নিষ্ঠার সাথে উন্নয়ন, সাংস্কৃতিক অগ্রগতি আর্থ সামাজিক উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ-সমাজ সেবায় শেরে বাংলা“গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২০” পেলেন টিভি নাট্য পরিচালক ও বন্ধন জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: মুছা করিম। শুক্রবার বিকাল ৪টায় হোটেল অরনেট বিজয় নগর ঢাকায় তিনি এ এ্যাওয়াড পেয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার রূপসী বাংলাদেশ, রূপের তো আর নাইকো শেষ, এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ ও শেরে বাংলার জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান ও নৈশ ভোজের আয়োজন করেন শেরে বাংলা রিসোর্স সেন্টার। বীর মুক্তিযোদ্ধা কাজী জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেকমন্ত্রী ১৪ দলের কেন্দ্রীয় নেতা সাদেক সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন, শেরে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ডা: কামাল উদ্দীন আহমেদ, নর্থ ও রেটান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: তারাপদ ভৌমিক। অতিরিক্ত অর্থ সচিব পরীজাদা শহীদুল হারুন। মানব কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক লোকমান হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন গণ আজাদী লীগ ও জাতীয় ভোক্তা অধিকার আন্দোলনের মহাসচিব আতাউল্লাহ খান। উক্ত অনুষ্ঠানে সমাজ পরিবর্তনে নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ সমাজ সেবায় অতিথিবৃন্দ এ এ্যাওয়াড প্রদান করেন। মো: মুছা করিম পুরাতন সাতক্ষীরা মুনশিপাড়া এলাকার মরহুম আ:বারী ও মরহুম খাদিজা বেগমের সন্তান এই এ্যাওয়ার্ড পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বন্ধন টেলি মিডিয়ার সভাপতি বাবু অতুল কুমার, আসিফুল আলম আসিফ, ফুল, আয়েশা খাতুন, অনুজিত মন্ডল, আরিফুজ্জামান আপন, বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি