খেলা

ব্রহ্মরাজপুর ও শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

By Daily Satkhira

May 15, 2017

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে সোমবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের আ¤্রকাননে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস,এম মফিজুল ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাংবাদিক আমিনুর রশীদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রাক্তন মেম্বর অজিয়ার রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের। সবশেষে অতিথিবৃন্দ ব্রহ্মরাজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন দুই দলের হাতে পুরষ্কার তুলে দেন।