সাতক্ষীরা

রোজবাবুর নামে ঘের দখলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

By daily satkhira

January 05, 2021

বিশিষ্ট সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবুর নামে ঘের দখলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও নিন্দা জানিয়েছেন সাতক্ষীরার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল সাতক্ষীরা বর্ণমালা একাডেমির সভাপতি শামীমা পারভীন রতœা, পুরাতন সাতক্ষীরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজল, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নাহিদা পারভীন পান্না, বাংলাদেশ গণশিল্পী সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাসরীন খান লিপি, আজমল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হৃদয় মন্ডল, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, সাতক্ষীরা লিনেট ফাইন আর্টস একাডেমির সাধারণ সম্পাদক অজয় কুমার সাহাসহ সাতক্ষীরার বহু সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। নিন্দা বার্তায় তারা জানান, একজন শিল্পী চায় সম্মান, একজন শিল্পী চায় মর্যাদা, একজন শিল্পী চায় ভালোবাসা, একজন শিল্পী চায় আত্মতৃপ্তি। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন কে সমৃদ্ধ করতে পৃথিবীর কাছে সাতক্ষীরার নাম ছড়িয়ে দিতে প্রতিনিয়ত সাতক্ষীরার শিল্পীরা সংগ্রাম করে চলেছে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে, এ দেশকে আলোয় আলোকিত করতে চায় শিল্পীরা। আবু আফ্ফান রোজবাবু আমাদের সাতক্ষীরার অহংকার। দেশ বরেন্য কণ্ঠ শিল্পীর নামে ঘের দখলের একটি বানোয়াট, পরিকল্পিত, মিথ্যা মামলা করা হয়েছে। অথচ তখন অসুস্থ্য জনিত কারণে রোজবাবু ছিলেন ঢাকাতে। সস্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, লিনেট ফাইন আর্টস সাতক্ষীরা এর পরিচালক, ফ্রেন্ডস ড্রামেটিক ক্লাব সাতক্ষীরা এর আজীবন সদস্য,পাবলিক লাইব্রেরি সাতক্ষীরা এর আজীবন সদস্য, জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরা এর আজীবন সদস্য সহ বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিত্ব করেন আবু আফ্ফান রোজবাবু। তাঁকে সামাজিক ভাবে হেয় করার জন্য যে বা যারা এই নাটকটি সাজিয়েছেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি