সাতক্ষীরা

সাতক্ষীরার ফিংড়ীতে আশ্রয়ন প্রকল্পের নির্মানাধিন ঘর পরিদর্শনে মনজুর হোসেন

By daily satkhira

January 06, 2021

আবু ছালেক : বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভায় গৃহহীনদের জন্য বরাদ্দকৃত মুজিব বর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ কাজ সরজমিনে পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী প্রতিনিধি,জেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন। সাতক্ষীরা সদরের ১৪ টি ইউনিয়নে বরাদ্দকৃত গৃহনির্মাণ প্রকল্পটির তত্ত্বাবধানে আছেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর। এগিয়ে চলেছে আশ্রায়ণ প্রকল্পের আওতায় জমি নেই, ঘর নেই শ্রেণির প্রথমধাপে অনুমোদিত ভূমিহীন ও গৃহহীন ১৩০ পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে নির্মাণাধীন বাসগৃহের নির্মাণ কাজ।ইতিমধ্যেই নির্মাণাধীন বাসগৃহের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ফলে সাতক্ষীরা সদর উপজেলার বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত অন্যতম যুগান্তকারী এ প্রকল্প। সাতক্ষীরা সদর উপজেলার বসবাসরত যেসকল পরিবারের জমি নেই এবং বসবাসের ঘর নেই কেবলমাত্র সেসকল পরিবারকে এ প্রকল্পের আওতায় সরকারি জমিতে, সরকারি খরচে বাসগৃহ নির্মাণ করে পূনর্বাসন করছে সরকার। এমনকি যাতে করে এসকল পরিবার পরবর্তীতে কখনো গৃহহীন না হয় সেজন্য সরকারি ওই জমিসহ বাসগৃহ তাদের নামে চিরস্থায়ী বন্দোবস্তদিয়ে দলিল করে দেয়া হচ্ছে।সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীসহ তদারকিতে উপজেলা টাস্কফোর্স ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা প্রকল্পের কাজ পরিদর্শন ও দেখাশুনাও করছেন।সুবিধাভোগী ও সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত, পরামর্শ, ও অভিযোগ মোতাবেক প্রকল্পটি বাস্তবায়ন কোনো সমস্যা দেখা দিলে, দক্ষতার সাথে সেগুলোর তাৎক্ষণিক সমাধানও করছেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে প্রথম ধাপে অনুমোদিত ১৩০টি বাসগৃহের মধ্যে বাঁশদহ ইউনিয়নে ১০টি ঘর, আগরদাড়ি ইউনিয়নে ১৮টি, বল্লী ইউনিয়নে ৯টি, শিবপুর ইউনিয়নে ৯টি, ভোমরায় ২টি, আলীপুর ১০টি, লাবসায় ৫টি এবং ফিংড়ি ৫৪টি ঘরের নির্মান কাজ প্রায় শেষের পথে।একলক্ষ একাত্তর হাজার টাকা ব্যয়ে প্রত্যেকটি পরিবারের জন্য নির্মাণাধীন বাসগৃহের মধ্যে রয়েছে, দুটি বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম, একটি বারান্দাসহ পরিবারের সদস্যদের ঘোরাফেরার মতো বেশ কিছু জায়গা রেখে ডিজাইন মাফিক বাসগৃহ গুলো নির্মাণ করা হচ্ছে বলে জানান সাতক্ষীর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইয়ারুল হক।সার্বক্ষনিক নির্মাণকাজ তদারকি এবং ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও তদারকি করছেন, যাতে করে কোনো প্রকার দুর্নীতি-অনিয় ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারদের বসবাস যোগ্য করা হয়। বুধবার দুপুরে ফিংড়ীর গাভায় ৫৪ টি নির্মানাধীন ঘরের সুষ্টু শান্তি পুর্ন ভাবে নির্মান হচ্ছে কিনা সে জন্য সরজমিনে পরিদর্শন করলে ভুমি মন্ত্রীর প্রতিনিধি, সাতক্ষীরা জেলা খাস জমি বন্দোবস্ত কমিটির সদস্য,সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মনজুর হোসেন,এ সময় সংগে ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম,সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক মো: রেজাউল ইসলাম।কৃষকলীগ ফিংড়ী ইউনিয়ন সভাপতি ডা: গোবিন্দ দাশ,সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত,সাংবাদিক মো: আবু ছালেক ও শেখ রিপজা হোসেন। পরিদর্শন কালে মনজুর হোসেন সাংবাদিকদের জানান সরকারি বিধি মোতাবেক ঘর নির্মান করা হচ্ছে,ঘর নির্মান কাজ শেষ হলে প্রকৃত গরিব অসহায়রা তাদের মাথা গোজার ঠাই পাবে, সরকারের এই মহৎ উদ্যোগ স্বার্থক হবে।