তালা প্রতিনিধি : তালা এবং সাতক্ষীরার বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বরেণ্য বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজ নেতৃবৃন্দদের অংশগ্রহনে তালার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন- তালা রিপোটার্স ক্লাবের ২০২১-’২৩ কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি পদে পুনরায় মীর জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া আবারও বি.এম. জুলফিকার রায়হান সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির ১২টি পদে এসেছে এবার নতুন মুখ।
তালা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন এবং অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে ৭ জানুয়ারী (বৃৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত তালার গোপালপুর খোলা জানালা ইকো-পার্ক বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ’র উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়। কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা পরিষদ’র চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ’র সাধারন সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা, পাটকেলঘাটা সার্কেল) মো. হুমায়ুন কবির, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ, তালা থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়েল অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, দৈনিক পত্রদূত সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি ও ডেইলি সাতক্ষীরা ডট কম এর সম্পাদক এবং প্রকাশক হাফিজুর রহমান মাসুম। এসময় অন্যান্যের মধ্যে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, তালা মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার বরেণ্য বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার বরেণ্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সুভাষিণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রাম প্রসাদ দাস, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির তালা উপজেলা সভাপতি মীর মহাসিন হোসেন, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, খলিশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমীর কুমার দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তালা উপজেলা সাধারন সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, তালা সদর প্রেসক্লাব সভাপতি আব্দুল জব্বার, তালা উপজেলা ছাত্রলীগ’র সভাপতি শেখ সাদী, তালা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ইন্দ্রজিৎ দাস বাপী, নারায়ন মজুমদার, পি.এম. গোলাম মোস্তফা ও প্রভাষক এস. আর. আওয়াল প্রমুখ। এসময় বক্তারা তালা রিপোর্টার্স ক্লাবের কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্বারোপ করেন। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম তালা উপজেলার গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান ও অবকাঠামোর উন্নয়ন সহ সাংবাদিকদের স্বার্থে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠান শেষে তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন সমাপনী বক্তৃতায় চলমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ইন্দ্রজিৎ দাস বাপীকে নির্বাচনকালীন আহবায়ক মনোনিত করা হয়। দ্বিতীয় অধিবেশন ইন্দ্রজীৎ দাস বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা করেন। একইসাথে তিনি ক্লাবের প্রধান পৃষ্টপোষক ও ৫জন উপদেষ্টার নাম প্রকাশ করেন। ঘোষিত নতুন কার্য নির্বাহী কমিটিতে মীর জাকির হোসেন আবারও সভাপতি এবং বি.এম. জুলফিকার রায়হান সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি হিসেবে ইন্দ্রজীৎ দাস বাপী, নারায়ন মজুমদার, সহ-সাধারন সম্পাদক হিসেবে পুনরায় মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাষক এস.আর. আওয়াল, কোষাধ্যক্ষ হিসেবে কে. এম. শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে হাসান আলী বাচ্চু, ক্রীড়া সম্পাদক হিসেবে শেখ সিদ্দিক এবং কার্যকরি সদস্য হিসেবে পি. এম. গোলাম মোস্তফা, মো. আপতাফ হোসেন, মো. হাফিজুর রহমান, এম.এ জাফর ও মো. বাবলুর রহমান নির্বাচিত হন। এছাড়া ক্লাবের প্রধান পৃষ্টপোষক হিসেবে বিশিষ্ট উন্নয়ন কর্মী শহিদুল ইসলাম এবং উপদেষ্টা হিসেবে তালা মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রিয়াজ, বিশিষ্ট আইনজীবী অ্যাড. রাজিব রায় চৌধুরী সঞ্জয় এবং বিশিষ্ট চিকিৎসক ডা. এ.এস.এম. হুমায়ন কবির অপু’র নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মুনছুর আহমেদ’র সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, তালা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা মিজানুর রহমান। উল্লেখ্য, তালা রিপোর্টার্স ক্লাবের ২০২১-২৩ কার্য নির্বাহী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মুনছুর আহমেদ প্রধান অতিথি ছিলেন। কিন্তু ইতোমধ্য তিনি কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় বর্তমানে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।