সাতক্ষীরা

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধের মৃত্যু

By daily satkhira

January 08, 2021

আসাদুজ্জামান : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৪২ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। শুক্রবার দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধের নাম ফজলে রহমান (৬৮)। তিনি কলারোয়া উপজেলার বাটরা গ্রামের মৃত রহমাতুল্লাহ সানার ছেলে। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৪ জানুয়ারী বৃদ্ধ ফজলে রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ভর্তির পর পরই তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।