সাতক্ষীরা

সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের মানবন্ধন

By daily satkhira

January 09, 2021

প্রেস বিজ্ঞপ্তি :  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় শ্রী পরমহংসজী মহারাজের সমাধি মন্দির ধ্বংস ও চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেনের ঐতিহাসিক বাড়িতে হামলা ও ভাংচুররের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাবু বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ^জিৎ সাধু, এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সুধাংশ শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসিম দাশ সোনা, যুব ঐক্য পরিষদের অন্যতম নেতা মিলন রায় ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ^াস। বক্তরা পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহম্মেদ এই মামলায় ঐতিহাসিক রায়ের জন্য ধন্যবাদ জানান এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এবং চট্টগ্রাম রহমতগঞ্জ ঐতিহাসিক বাড়িকে জাদুঘর করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।