সাতক্ষীরা

আ’লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এক ও অভিন্ন– জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

By daily satkhira

January 09, 2021

নিজস্ব প্রতিনিধি :  বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এক ও অভিন্ন। জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর আরেকটি নতুন সংস্করণ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ। আমরা মনে করি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সামন্যতম কোন তফাৎ, দিধা ও দ্বন্দ্ব নাই। একে অপরের পরিপূরক। আওয়ামীলীগ পৃষ্ঠপোষকতা করে পরিষদকে আর পরিষদ আওয়ামীলীগকে সার্বিক সহায়তা দেয়। আমরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সন্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। গত ৯ জানুয়ারী-২০২১ শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পিএন হাই স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহসুদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ মোঃ জহির উদ্দীন মবু। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যথাক্রমে আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ সম্পাদক গাজী মোঃ আনিছুজ্জামান আনিচ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নির্বাহী সদস্য জাকির হোসেন ও আব্দুল কাদের, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সম্পাদক শেখ বেলাল হোসেন, জেলা উর্দ্ধতন সহ-সভাপতি শিক্ষক নির্মল কুমার দাশ, জেলা সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জী, পৌর সভাপতি আসাদুজ্জামান লাবলু, আশাশুনি উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা সাধারণ সস্পাদক পলাশ খান তোতা, আইনজীবী সহকারী প্রাতিণ্ঠানিক শাখা সহ-সভাপতি বসু ঘোষ, দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুজ্জামান, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আনারুল ইসলাম রনি প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জাতীয় কমিটির সদস্য শাহানারা খাতুন শানু ও আলিফা হাসান সেতু, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি অন্যন্যা আক্তার শিলা, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, নরশিংদী জেলা সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ চৌধুরী, জয়পুরহাট জেলা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, যশোর জেলা সাধারণ সম্পাদক। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন পৌর সহ-সভাপতি সিরাজুল ইসলাম, গীতা পাঠ করেন আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. পংকজ সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল। সমাবেশের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৮তম বৎসর পদাপর্নের যাত্রা আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন। সমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুনসুর আহমেদ এর দ্রুত আরোগ্য কামনা করা হয়। শেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে আনান্দ শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিএন স্কুল প্রাঙ্গণে ফিরে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার প্রধান হিসেবে চতুর্থ মেয়াদ পার করছেন। জনেত্রীর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন করেছেন। মেট্রোরেল উদ্বোধন হতে চলেছে। তিনি বিশ্বমানের নেতা হয়ে গেছেন। দেশের সড়ক পথ আজ দর্শনীয়। শিক্ষা স্বাস্থ্য কৃষি খাদ্য বস্ত্র বাসস্থান বিদ্যুৎ সহ সর্বসেক্টরে দৃশ্যমান উন্নয়ণ হয়েছে। সামনে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সাতক্ষীরা বাসীর প্রতি আহবান জানিয়েছেন।