কালিগঞ্জ

কালিগঞ্জে এক ভূমিহীনের বসতঘর আগুনে পুড়ে ছাই

By Daily Satkhira

January 09, 2021

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে এক ভূমিহীন পরিবারের বসতবাড়িসহ সর্বস্ব আগুনে পুড়ে ছাই গেছে। শনিবার ভোর চারটার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নরহরকাটি গ্রামের কবীর শেখের স্ত্রী রোজি পারভিন জানান, তার শ্বশুর আবুল হোসেন শেখ একজন ভূমিহীন। আগে তারা কালিগঞ্জ সরকারি কলেজের পাশে সরকারি খাস জমিতে বসবাস করতেন। সেখান থেকে তাদেরকে নরহরকাটি গ্রামে জায়গা দেওয়া হয়। নরহরকাটি গ্রামের ভূমিদস্যু জনৈক আকবর আলীর ৫০ বিঘা সরকারি জমি জবরদখল করলে তারাসহ কয়েকটি ভূমিহীন পরিবার ১০ বিঘা জমি দখল করে সেখানে বসবাস শুরু করেন। এর পর থেকে আকবর আলী ভূমিহীনদের ঐ জমি থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছে। শনিবার ভোর চারটার দিকে কে বা কাহারা তাদের মাটির ঘরে গোলপাতার ছাউনিতে আগুন লাগিয়ে দেয়। আগুণের লেলিহান শিখা জ¦লতে দেখে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। স্থানীয়রা আগুণ নিভিয়ে ফেলার আগে বসত ঘর ও রান্না ঘরের ভিতরে থাকা সব জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে তিনিসহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।