জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পর্দাপন করেন। সেই দিনই বিজয়ের পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। ১২৬ দেশের স্বীকৃতি আদায় করেছিলেন। ওআইসি, বিশ^ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউনেস্কো, জাতি সংঘসহ বিভিন্ন সংস্থার তিনি স্বীকৃতি আদায় করেছিলেন। দেশ যখন স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছিল। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য যখন নিয়ন্ত্রিত ছিলো। ঠিক তখনই স্বাধীনতার বিরোধী শক্তি দেশীয় ও আন্তর্জাতিক চক্র সেনাবাহিনীর মুষ্ঠিমেয় বহিস্কৃত সদস্যদের দ্বারা বঙ্গবন্ধুর স্বপরিবারকে ১৫ আগস্ট হত্যা করে স্বাধীনতার মূল চেতনাকে সেদিন তারা ভুলুন্টিত করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার লক্ষে ৩ নভেম্বর জেল খানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করে। আজ তারই কন্যা অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন। সেই সংগ্রামে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী আমরা শামিল আছি। গতকাল সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনাসভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় উর্দ্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একে ফজলুল হক সাবেক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ আলহাজ¦ মো: নজরুল ইসলাম এ কথা বলেন। দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন সম্পাদক এড. ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, সদস্য যথাক্রমে, শেখ আবদুর রশিদ, মো: শাহজাহান আলী, আব্দুল কাদের, আসাদুজ্জামান অসলে চেয়ারম্যান, এড এড. জিয়াউর রহমান বাচ্চু, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাছুম, নাজমুন নাহার মুন্নি, সামছুর রহমান, ইসমত আরা বেগম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুর হক নান্টু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহমুদ পলাশ, তাপশ আশ্চার্য্য ও ক্বারী মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি