নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রী অফিসে চলমান খন্ডকালীন অফিসে দাতা পরিবর্তন করে রেজিষ্ট্রির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জমি দাতা ভুক্তভোগী রাজু আহমেদ বাদী হয়ে সাতক্ষীরা ১ নং আমলী আদালতে উক্ত মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, সাবেক সাব রেজিষ্ট্রার মোঃ ইমরুল হাসান এর স্বাক্ষরিত নকল কপিতে সদর উপজেলার ৫৮ নং নারায়নজোল মৌজায় ১২ লক্ষ ৮০ হাজার টাকা পনে ৮৯.৫০ শতক জমি মোঃ যাকাত আলী (গ্রহিতা) প্রাপ্ত হন মোঃ রাজু আহমেদ (সাজানো দাতা) এর নিকট হইতে। উক্ত দলিলের বিরুদ্ধে সন্দেহ হওয়ায় সদর অফিসে সংরক্ষিত মূল দলিলটি প্রদর্শণ করলে দেখা যায়, দাতা রাজু লেখা হলেও ছবি আছে তারই ছোট ভাই হায়দার আলীর। উক্ত দলিলে স্বাক্ষী হিসেবে সদর উপজেলার শাল্যে গ্রামের মৃত অনিল সরকার এর পুত্র বিনয় সরকার এবং অপর স্বাক্ষী ও সনাক্তকারী আগরদাঁড়ী গ্রামের মৃত ইনছুর আলীর পুত্র আলমগীর। দাতা রাজু বলেন, ঘটনা সত্য এবং উক্ত দলিলের বিরুদ্ধে ‘বিজ্ঞ ০১ আমলী আদালত, সাতক্ষীরা’তে সি,আর ৯৭৬/২০(সাতঃ) নং একখানি মামলা দায়ের করিয়াছি। তিনি আরো বলেন আমাকে ভিটা থেকে উচ্ছেদ করার জন্যে কারসাজি করে ভুয়া দাতা সেজে আমার স্থলে হায়দার রেজিষ্ট্রী সম্পন্ন করেছে। আমি কোন দলিল লিখে দেইনি। তাছাড়া ৭৩০৮/২০ ও ৯৩৭৯/১৯ নং দলিল ২টি এক জায়গায় করলে আমার ছবি ও স্বাক্ষর বুঝতে পারবেন। মামলার আসামীরা হলেন, ভুক্তভোগীর ছোট ভাই হায়দার আলী, আগরদাড়ী গ্রামের মৃত ইনছুর আলীর পুত্র আলমগীর, শাল্যে গ্রামের মৃত অনিল সরকারের পুত্র বিনয় সরকার, ও কাটিয়া গ্রামের মৃত মোজাম্মে হকের পুত্র মজনু। এ বিষয়ে বর্তমান খন্ডকালীন কর্মরত সাব রেজিষ্ট্রার মোস্তাফিজুর রহমান বলেন এধরনের কোন ঘটনা আমার জানা নেই। যদি প্রয়োজন হয় তাহলে অফিসে আসবেন।