নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, প্রযুক্তিবান্ধব ও হয়রানীমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চাই। এটি স্থাপনে আদালতে বিচার পেতে আসা মানুষের চলাচলের হয়রানি কমে যাবে। লিফট আদালতে বিচারপ্রার্থীদের চলাচলের পথ সুগম করবে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত দশতলা ভবনের লিফট উদ্বোধন কালে তিনি উক্ত মন্তব্য করেন। স্বল্প পরিসরের এই আয়োজনে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লিফট উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর। এছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলামসহ দুই আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।