ফিচার

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে আরো এক ব্যক্তির মৃত্যু

By Daily Satkhira

January 12, 2021

আসাদুজ্জামান : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৪৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। মঙ্গলবার ভোর রাত ১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ওই ব্যক্তির নাম শশাঙ্ক ভট্টাচার্জ (৬০)। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত সিদ্ধিশ^র ভট্টাচার্জের ছেলে। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গতকাল ১১ জানুয়ারী ওই ব্যক্তি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ১ টার দিকে তিনি মারা যান। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও রিপোর্ট পাওয়া যায়নি। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই ব্যক্তির লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।