কে এম রেজাউল করিম, দেবহাটা: বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, অসাম্প্রদায়িক চিন্তার অধিকারী, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’, এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে যথাসম্ভব সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফে আগামী ২৬,২৭,২৮ মাঘ ও ৯,১০,১১ ফেব্রুয়ারি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং অত্র কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র বিশেষ দিক নির্দেশনায় ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাস্থ্যবিধি মেনে এবছর কোনো ধরনের দোকানপাট বা বাজার ছাড়াই সফলভাবে সম্পন্ন করতে করে মিশন কর্তৃপক্ষ প্রতিনিয়ত নানা প্রকার কর্ম পরিকল্পনা ও মিটিং-সিটিং অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে ওরছ শরীফের সময় পুলিশের পাশাপাশি চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রোভার স্কাউট ও স্কাউট লিডারদের সাথে ১৩ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় মিশন অফি সে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা বলেন, যেহেতু করোনা কালীন সময়ে কোনো রকম দোকানপাট ছাড়াই আসন্ন ওরছ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেহেতু সকল প্রবেশ পথে তৎপরতার সাথে দায়িত্বপ্রাপ্ত স্কাউট ও রোভার স্কাউটস বা গার্ল-ইন রোভাররা যাতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার ও মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করে ভক্তবৃন্দ মাহফিল মাঠে বা কুলখানি অনুষ্ঠানে উপস্থিত হতে পারে সে বিষয়ে তৎপর ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি উপস্থিত রোভার ও স্কাউট লিডারগণ এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি একে অপরের মধ্যে বিনিময় করেন।
সভায় নলতা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আব্দুর রাজ্জাক, মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, নির্বাহী সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো: সাইদুর রহমান শিক্ষক, সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্জ মো: ইউনুছ, মো: শফিকুল অানোয়ার রঞ্জু, মো: শফিকুল হুদা, মো: খায়রুল হাসান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক ও রোভার স্কাউট লিডার মো: মনিরুজ্জামান (মহসিন), নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজর সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার মো: তানবীর হোসেন, একই কলেজের ভূগোল বিষয়ের বিভাগীয় প্রধান মো: মাহমুদুন্নবী খান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুর রহমান, সরকারি কেবিএ কলেজের সিনিয়র রোভার মেট আব্দুল কাদের ও মিশনের সংশ্লিষ্ট স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।