সাতক্ষীরা

সাতক্ষীরাতে প্রাণ ডেয়ারিং লিঃ এর দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কার্যক্রমে আনুষ্ঠানিকতা সম্পন্ন

By daily satkhira

January 13, 2021

প্রাণ ডেয়ারিং লিঃ দুগ্ধ সংগ্রহ এবং শীতলীকরণে বাংলাদেশে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ২০২১ প্রাণ ডেয়ারিং লিঃ সাতক্ষীরাতে নতুনভাবে ৪টি দুগ্ধ সংগ্রহ এবং শীতলীকরণ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। ৪টি স্থান যথাক্রমে ধুলিহর, তুজুলপুর (সাতক্ষীরা সদর), খলিশখালী (তালা) এবং কুল্যা (আশাশুনি)। এ কার্যক্রমে প্রধান উদ্দশ্য হচ্ছে খামারীরা নায্য মূল্যে তাদের উৎপাদিত দুধ বিপনন করার সুবর্ণ সুযোগ পাবে। পাশাপাশি খামারীরা উক্ত প্রতিষ্ঠান থেকে আধুনিক পদ্ধতিতে গাভী পালন পালনের উপর কারিগরি সহযোগিতা পাবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ ডেয়ারিং লিঃ এর সাতক্ষীরা অঞ্চলের ম্যানেজার ডাঃ মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিডিআই/ভোকা সংস্থা কর্তৃক বাস্তবায়ত গবাদী প্রাণী পালন ও পুষ্টি প্রকল্প এর মাঠ সমন্বয়কারী ডাঃ মোঃ রেদওয়ানুল হক। আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুগ্ধ শিল্পের সাথে জড়িত খামারী ও দুগ্ধ ব্যবসায়ী ও প্রাণ ডেয়ারিং লিঃ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ । প্রেস বিজ্ঞপ্তি