নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর ইউসিসিএ (বিআরডিবি)এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত নির্বাচনে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন কুমার শীল। তার নিকটতম প্রতিদ্বন্দি সোহেল উদ্দীন গাজী পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওবায়দুল্লাহ আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেহের আলী পেয়েছেন ৪০ ভোট। সদস্যপদে যথাক্রমে মাহমুদ আলী গাজী, রাহাতুল্লাহ সরদার ও সাইদুর রহমান বিজয়ী হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অসিত কুমার মন্ডল, তহমিনা বেগম ও মোছা: মমতাজ বেগম নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক, সদস্য ছিলেন, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও জাফর ইকবাল। এসময় নব নির্বাচিত সভাপতি স্বপন কুমার শীল বলেন, এ বিজয় আমার নই। এ বিজয় সাতক্ষীরা সদর ইউসিসিএ’র সমবায়ীদের। আমরা সকল ভেদাভেট ভুলে কাধে কাধ মিলিয়ে সমবায়ীদের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।