সাতক্ষীরা

সাতক্ষীরায় রমজান উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

By Daily Satkhira

May 16, 2017

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও ট্রেডিং করপরেশন অব বাংলাদেশ (টিসিবির মাধ্যমে নায্য মূল্যে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মার্কেটিং অফিসর সাহেল মোঃ আব্দুল্লাহ, টিসিবি ডিলার শেখ সিরাজুল ইসলাম প্রমুখ। টিসিবি ডিলার জানান, শহরতলীর কদমতলা বাজারের রাসেল এন্ট্রারপ্রাইজ, আবাদের হাটবাজারে আইয়ুব এন্ট্রারপ্রাইজ এর পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ভ্রাম্যমাণ বাজারজাত করণের মাধ্যমে চিনি ৫৫ টাকা, মশূর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজানে সকলে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে সে কারনে এ পণ্য বিক্রয় শুরু হয়েছে। তবে খেয়াল রাখতে কেউ যে এ সুযোগ কাজে লাগিয়ে মজুদ না করে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কাউকে বেশি না দেওয়ার জন্য জেলা মার্কেটিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়।