শিক্ষা

এবারের এসএসসির ফলে জেলার সেরা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

By Daily Satkhira

May 16, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার প্রথম স্থানে রয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ১০০ জন এ প্লাসসহ শতভাগ পাশের সাফল্য অর্জন করে বিদ্যালয়টি। এর আগেও এ বিদ্যালয়ের পাশের হার ছিল শতভাগ পাশ। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১৭ সালের এসএসসি পরিক্ষায় মোট ১৩২ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে এ+ ১০০ জন, এ ১১৭ জন, এ- ১১ জন, বি ১ জন এবং সি ১ জন। এবছর এসএসসি পরিক্ষার ফলাফলে জেলার সেরা ফলাফল করে করার গৌরব অর্জন করেছে এই বিদ্যালয়টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জনের জন্য আমরা সব সময় শিক্ষার্থীদের ক্লাসের প্রতি মনোযোগি এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস পরিচালনা করেছি। এসএসসিতে ভালো ফলাফলের জন্য শিক্ষকম-লী, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আগামী দিনে এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষকম-লী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।