আশাশুনি ব্যুরো: আশাশুনির কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায়ত সূর্য কান্ত স্মৃতি ৮ দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুঁন্দুড়িয়া ইয়ং স্টার ক্লাবের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ফাইনালে বেউলা ইয়ং স্টার ক্রিকেট একাদশ ও সরাপপুর অগ্ৰনী যুব সংঘ ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়। টচে জিতে ব্যাডে নেমে সরাপপুর অগ্ৰনী যুব সংঘ ক্রিকেট একাদশ ১৯ অভার ১বল খেলে সবকটি উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে বেউলা ইয়ং স্টার ক্রিকেট একাদশ ১৮ অভার অভার ২ বলে ৬ উইকেটের বিনিময়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ সেরা খেলোয়াড় বেউলা ইয়ং স্টার ক্রিকেট একাদশের আজিজুল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সালমান। আম্পেয়ারের দায়িত্ব পালন করেন অপারেশ ও অনিন্দ। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন আশরাফ হোসেন, সেফাতুল্লাহ ও বেলাল হোসেন। টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী দলের জন্য নির্ধারিত ২১” মনিটর প্রদান করেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, তনময় মুখার্জি, এড. জাকারিয়া আহমদ, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মহিলা সদস্যা পদপ্রার্থী মেহেরুন্নেসা, দীপা বশাক, অবসরপ্রাপ্ত সার্জন মিলন কৃষ্ণ মন্ডল, প্রধান শিক্ষক রঘুনাথ দে, উত্তম মাস্টার, আশাশুনি উপজেলা পরিষদের সিও নাজমুল হুদা, ফার্মাসিস্ট সঞ্জয় সরকার, আজিজুল ইসলাম প্রমুখ।