নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভায় ওয়াস ব্যবসার উন্নয়নে ওয়াস পণ্যের পরিচিত ও চাহিদা বৃদ্ধির মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা শহরের কুখরালিস্থ ভাই ভাই স্যানিটেশন সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপি এ মেলায় ওয়াশ বিষয়ক পণ্য স্যানিটেশন সামগ্রী, ন্যাপকিনের প্রদর্শনী করা হয়। এছাড়া ওয়াশ বিষয়ক সচেতনামূলক নাটক ও গান পরিবেশিত হয়। এছাড়াও একটি স্বাস্থ্যসম্মত টয়লেটের প্রদর্শনী করা হয়। সাতক্ষীরা ওয়াশ এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেলায়কয়েকটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে ওয়াশ বিষয়ক সচেতনতামূলক নাটক প্রদর্শনী। শিক্ষার্থীদের আঁকা স্বাস্থ্যসম্মত বাড়ির চিত্রাংকন প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতা এবং আলোচনাসভা। বিকাল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান রিন্টু। প্রধান অতিথি ছিলেন, সীমাভি’র কান্ট্রি কো-অর্ডিনেটর অলক কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, এইস পি আশা’র নির্বাহী পরিচালক মো: মাহিউল কাদির, প্রকল্প ব্যবস্থাপক অহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন, কুখলারী আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ ফজলুল করিম। এইচ পি আশার টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকারে সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম খান ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত, রোকসানা, ভাই ভাই স্যানিটেশন সেন্টারের সত্বাধিকারী আল আমিনসহ উত্তরণ এবং প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রতিনিধিবৃন্দ।