খেলা

ইতিহাস গড়ে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

By Daily Satkhira

January 19, 2021

অনলাইন ডেস্ক : চোট জর্জর খর্ব শক্তির দল নিয়েও ইতিহাস গড়ে গ্যাবা টেস্টে জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম দিনে ৩২৮ রানের টার্গেটে ব্যাট করে ৩ উইকেট হাতে রেখে সিরিজ নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

ড্র’য়ের দিকে এগিয়ে চলা ম্যাচ শেষ ঘণ্টায় পুরোপুরি ঘুরে গেল। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে অনবদ্য এবং ঐতিহাসিক টেস্ট জিতে ফেলে ভারত।

‘গ্যাবায় হারে না অস্ট্রেলিয়া’। ১৯৮৮ সালের পর থেকে অস্ট্রেলিয়া ব্রিসবেনে কোনও টেস্ট হারেনি। ভারত এর আগে কখনও গ্যাবায় টেস্ট জেতেনি। দু’টি ছবিই বদলে দিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। গ্যাবার অজি দুর্গ বিধ্বস্ত করে টেস্ট সিরিজ জিতল ভারত। শেষ হল ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ৩৩ বছরের সাফল্যের অধ্যায়। এই মাঠে নতুন করে ইতিহাস লিখল ভারত।