ফিচার

সাতক্ষীরায় ঘন কুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহ, ছিন্নমূল মানুষের দুর্ভোগ

By Daily Satkhira

January 19, 2021

আসাদুজ্জামান : সাতক্ষীরায় আজও ঘন কুয়াশা ও মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। ভোর থেক জেলার বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতেদেখা গেছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে কুয়াশা। সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সাতক্ষীরায় আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। বিশেষ করে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে। শীতে জেলায় করোনা রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।