তালা

তালায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও তালা শীর্ষক মতবিনিময় সভা

By Daily Satkhira

May 17, 2017

প্রেস বিজ্ঞপ্তি : “বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও তালা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেন। তালা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের আহ্বায়ক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলমা মোস্তফা, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর পরিচালক শহিদুল ইসলাম এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এম.এ হাকিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক ইয়াকুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, জাসদের কেন্দ্রীয় নেতা ওবায়দুস সুলতান বাবলু, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, শিক্ষক নেছার আলী, মুক্তিযোদ্ধা মাস্টার ময়নুল ইসলাম, জাতপুর বাজার বণিক সমিতির সভাপতি এসএম কামাল হোসেন, উপজেলা জাসদের সভাপতি আবুল কাশেম, তালা জনতা ব্যাংক ম্যানেজার শাহিনুর রহমান, তালা প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল জব্বার সরদার প্রমুখ। এ সময় সিনিয়র সাংবাদিক ও তালা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আলীম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গাজী সুলতান আহম্মেদ, শাহাদাৎ হোসেন, মো: আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা অধ্যাপক এম.এ গফফার, সাস কর্মকর্তা আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তালা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তা নিরসনে স্থানীয় প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।