কালিগঞ্জ

কালিগঞ্জে সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা

By Daily Satkhira

May 17, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বর ও ট্যাগ অফিসারদের নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে মিলনায়তানে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু। উপজেলা প্রশাসন ও এসএনএসপি প্রকল্পের আয়োজনে এবং ডিটিসিএল এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ট্যাগ অফিসার ও পরিসংখ্যান কর্মকর্তা রাশিউল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। প্রশিক্ষণে এসএনএসপি প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডার ইউপি চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য, ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পের ৫টি কর্মসূচি মধ্যে ইজিপিপি, কাবিখা/কাবিটা, টিআর, ভিজিএফ, জিআর বিষয়ক কার্যক্রম সমুহ সফল ভাবে পরিচালনার বিষয়ে সক্ষমতাবৃদ্ধি ও আতœবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করেন মাস্টার ট্রেনার মানিক হাওলাদার। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান একেএম মোশারাফ হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যার আশরাফুল ইসলাম খোকন, ধলবাড়িয়া ইউপি সচিব কামরুজ্জামান, কুশুলিয়া ইউপি সদস্য রফিকুল বারী রফু, সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা খাতুন প্রমুখ।